আমাদের জয়তুনের তেল সম্পর্কে গ্রাহকগণের রিভিউ

১.

” আপনার তেলটা ব্যবহার করে আমি উপকার পেয়েছি আলহামদুল্লিলাহ, আল্লাহই সারানোর মালিক।কোমর ব্যাথা, গায়ে ব্যাথা ছিল অনেকটাই কমেছে।”
– জুনায়েদ রিশাদ ভাই

২.

“ভাল তেল, আলহামদুলিল্লাহ। ত্বকে ক্রিম ব্যবহার করলে শুষ্কতা কিছুক্ষণ পর আবার যা তাই। বিশুদ্ধ জয়তুনের তেল ব্যবহারের পরে ২দিন না দেওয়াতেও শুষ্কতা নাই। চুল পড়া কমতেসে। শুক্রিয়া”

  • গ্রাহক

৩.
আমার মেয়ে গতকাল বললো ওর নানির (মানে আমার শাশুড়ির) মুখের মেছতা দূর হয়ে গেছে এই তেল ব্যবহারের পর
– রাকী জুবায়ের হোসেন

৪.
ব্যথা আগের থেকে অনেক কমেছে
– Ahmed Ctg ভাই

৫.
ঘ্রাণেও অনেক কিছু বুঝা যায়। দেশ থেকে যেসব স্প্যানিশ অলিভ অয়েল নিতাম ওগুলোতে আলাদা একটা কেমিক্যাল টাইপ গন্ধ করে। কিন্তু আলহামদুলিল্লাহ ভাই আপনার থেকে যেটা নিয়েছি সেটায় কড়া অলিভের গন্ধ করে
– জাহাবিন ভাই

৬.
মাশাআল্লাহ অনেক ভালো তেল, আগে যতগুলা ইউজ করেছি তাঁর থেকে অনেক ভাল

– সিয়াম ভাই

৭.
মাশাআল্লাহ, এর আগে অনেক অলিভ অয়েল (জয়তুনের তেল) ইউজ করেছি এরকম স্মেল ছিল না। আমার চুল পড়ার সমুস্যা ছিল, আলহামদুলিল্লাহ অনেকটাই কমে গেছে মাত্র ১০-১৫দিনের ব্যবহারেই

– রুপাই ভাই

৮.
চুল সেই সিল্কি হয়ে গেছে
– রুবাইয়াত ফাহিম ভাই

তেলটা পাওয়ার পর যেটা ভালো লাগছে তা হলো এর ঘ্রাণ। এতে ন্যাচারাল একটা ঘ্রাণ পাওয়া যায় যেটা আগে যেগুলো ইউজ করেছি তাতে পাই নি। আমি তেলটা নিয়েছি মূলত চুল দাড়িতে ইউজ করার জন্য। যেকয় দিন ইউজ করেছি তাতে দেখছি যে আমার চুল দাড়ি এক্সেস পড়া প্রায় বন্ধ হয়ে গেছে। লং টার্ম ইউজ করলে হয়ত আরো ভালো বুঝতে পারবো। অল্প কয়েকদিন ইউজ করে আমার কাছে ভালো মনে হচ্ছে

আরো রিভিউ পেতে ভিজিট করুনঃ “Zaituni Foods – পরিবার” ফেসবুক গ্রুপে
লিংকঃ https://www.facebook.com/groups/1411073052795202/

আমাদের ফেসবুক পেজঃ www.facebook.com/zaituni00

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *